বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের সদরপুর থানা পুলিশ।

জার্নাল ডেস্ক

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের সদরপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ইমরান হোসেন সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। ইমরান দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার ইমরান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170089/বিশ্বজিৎ-হত্যাকাণ্ডের-সাজাপ্রাপ্ত-আসামি-গ্রেপ্তার