২১ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা
২১ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।
অন্যান্য
নিজস্ব প্রতিবেদকপ্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজ ২১ আগস্ট, ২০২১, শনিবার। ০৬ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৩তম (অধিবর্ষে ২৩৪তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। ১৯১১ - লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি হয়ে যায়। ১৯১৫ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়। ১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। ২০০৪-ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন।
জন্ম:
১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ। ১৯৮৬ - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
মৃত্যু:
১৬১৩ - বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ। ১৬১৩ - বাংলায় শাসনকর্তা ইসলাম খাঁ। ১৯৪০ - রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি। ১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/171215/২১-আগস্ট-ঘটে-যাওয়া-নানান-ঘটনা