নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
শনিবার, ১৪ আগস্ট, ২০২১
নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মোল্লাকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মোল্লাকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামে নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সময় হারুন মোল্লার ভাতিজা রমিজসহ (২২) আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রমিজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170411/নোয়াখালীতে-বিএনপি-নেতাকে-কুপিয়ে-হত্যা