মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

ফরিদপুরে মঞ্চায়িত হলো নাটক অভিশপ্ত আগস্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে এই নাটকটির মঞ্চায়ন হয়।

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মঞ্চায়িত হলো নাটক অভিশপ্ত আগস্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে এই নাটকটির মঞ্চায়ন হয়।

ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও সমসাময়িক কলঙ্কজনক অধ্যায় নিয়ে বাংলাদেশ পুলিশ নাট্যদল নাটকটি গত ৩১ জুলাই রাজধানীর রাজারবাগে মঞ্চে আনে। 

এরপর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নাটকটি মঞ্চায়িত হচ্ছে। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের (বিপিএম,বার) গল্পে নাটকটির নির্দেশনায় ছিলেন, ফরিদপুরের নগরকান্দার কৃতি সন্তান পুলিশ ইন্সপেক্টর মো. জাহিদুর রহমান। সত্তর মিনিটের এই নাটকে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের একদল কুলাকুশলী।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ঐতিহাসিক এমন ঘটনা মঞ্চে আনা সহজ কাজ নয়। নাটকের কলাকুশলী, গল্পকার ও নির্দেশক সকলের প্রতি কৃতজ্ঞতা রইল।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171921/মঞ্চায়িত-হলো-নাটক-অভিশপ্ত-আগস্ট