আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বাদাম বিক্রেতার মৃত্যু
শনিবার, ২৮ আগস্ট, ২০২১
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বাদাম বিক্রেতার মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন (৪০) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু...
বাংলাদেশ
লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন (৪০) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।
ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড়ি তৈরির জন্য ইট নিয়ে বাড়ি ফিরছিলেন বাদাম বিক্রেতা মোফাজ্জল হোসেন। বাড়ির পাশে বাঁশবাগানের একটি বাঁশ হেলে রাস্তায় পড়লে ইটের গাড়ি নেয়া সম্ভব হচ্ছিল না।
চেয়ারম্যান জানান, এ সময় বাঁশটি সড়াতে গিয়ে বাঁশের সাথে লেগে থাকা বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন মোফাজ্জল হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172049/আদিতমারীতে-বিদ্যুৎস্পৃষ্টে-বাদাম-বিক্রেতার-মৃত্যু