আরেফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরেফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরেফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যাসহ একাধিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যাসহ একাধিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।

তিনি জানায়, এ বিষয়ে বৃহস্পতিবার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে মিডিয়া বিস্তারিত জানানো হবে।

১৯৯৯ সালের ১৬ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে সন্ত্রাসীরা কাজী আরেফ আহমেদসহ ৫ নেতাকে ব্রাশফায়ারে হত্যা করে।

দেশব্যাপী আলোচিত এ হত্যার ঘটনায় দৌলতপুর থানার তৎকালীন ওসি ইসাহক আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেয়া হয়। সিআইডির তৎকালীন এএসপি নব কুমার দাস দীর্ঘ সময় তদন্ত করে ২২ জনকে আসামি করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদন আদালত আমলে নেয়ার আগেই আলমডাঙ্গা থানা পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করে, তাদের স্বীকারোক্তিতে আরও ৭ আসামির নাম আসে। পরে বর্ধিত চার্জশিটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালত এ মামলার ২৯ আসামির মধ্যে ১০ জনকে ফাঁসি ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে বেকসুর খালাস দেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171002/আরেফ-হত্যা-মামলার-মৃত্যুদণ্ডপ্রাপ্ত-আসামি-গ্রেপ্তার