অবাক ডমিঙ্গো
অবাক ডমিঙ্গো
টাইগারদের বিপক্ষে খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল।
খেলা ডেস্কচলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে ৫টি টি-টোয়েন্টি খেলতে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়ে দল সাজিয়েছে তারা। বাংলাদেশ সফরে কিউইদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কেউ নেই। যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি বলেন, নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি কিছুটা অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন অনেক ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে। তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই, অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না।
ডমিঙ্গো বলেন, এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো। এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরি। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনো অনেক বিভাগে উন্নতি করার আছে।
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো ফলের আশা ডমিঙ্গোর।
উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। মিরপুর স্টেডিয়ামে ম্যাচগুলো হবে- ১, ৩, ৫, ৮ ও ১০ আগস্ট।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/170307/অবাক-ডমিঙ্গো