অপেক্ষার প্রহর শেষে পিএসজিতে মেসি
বুধবার, ১১ আগস্ট, ২০২১
অপেক্ষার প্রহর শেষে পিএসজিতে মেসি
অবশেষে অপেক্ষার প্রহর শেষে এলো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা।
খেলাধুলা
জার্নাল ডেস্কঅবশেষে অপেক্ষার প্রহর শেষে এলো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা। এর ফলে আগামী দুই বছরের জন্য পিএসজি’র হয়ে মাঠ মাতাবেন লিওনেল মেসি। তবে পারিশ্রমিক কত তা জানা যায়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্রতি মৌসুমে কর বাদে মেসির বেতন হবে আড়াই কোটি ডলার। এছাড়া বোনাস মিলিয়ে সাড়ে তিন কোটি ডলার পাবেন। বুধবার বিকালে ক্লাব থেকে মেসি প্রসঙ্গে সংবাদ সম্মেলন হবে। সেখানে বিস্তারিত জানানো হতে পারে।
পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি। যদিও ক্লাব তাকে ১০ নম্বর জার্সি দিতে চাইলেও তিনি রাজি হননি।
এর আগে বার্সেলোনা থেকে নিজস্ব বিমানে স্ব-পরিবারে বিকালে প্যারিসে পা রাখেন লিওনেল মেসি। সেখানে পৌঁছেই উষ্ণ আতিথেয়তা পান তিনি।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/170092/অপেক্ষার-প্রহর-শেষে-পিএসজিতে-মেসি