বরিশালের কাউন্সিলর মান্নাকে তুলে নেয়ার অভিযোগ
বরিশালের কাউন্সিলর মান্নাকে তুলে নেয়ার অভিযোগ
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামী কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ
বরিশাল প্রতিনিধিবরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামী কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা থেকে দুটি মাইক্রোবাসে একদল সাদা পোশাকধারী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন মান্নার বোন কানিজ ফাতেমা বনা।
মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নগরীর গোরস্থান রোডের বাসিন্দা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত শেখ কুতুব উদ্দিনের ছোট ছেলে। কাউন্সিলর মান্না ইউএনও’র বাসায় হামলার ঘটনায় এসআই শাহ জালাল মল্লিকের দায়েরকৃত মামলার দুই নম্বর আসামী।
কানিজ ফাতেমা বনা অভিযোগ করেন, রাতে একদল লোক এসে বাসায় ঢুকে প্রশাসনের লোক পরিচয়ে তার ভাইকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে বিস্তারিত কিছু না বলে বরিশাল কোতোয়ালী থানায় যোগাযোগ করতে বলেন।
তবে মান্না আটকের ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি জানান, মান্না বুধবার রাতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত অসামী। তবে গ্রেপ্তার কিংবা তুলে নেয়ার ব্যাপারে তার কিছুই জানা নেই। তিনি এ ব্যাপারে খোজ খবর নিচ্ছেন বলে জানান।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171208/বরিশালের-কাউন্সিলর-মান্নাকে-তুলে-নেয়ার-অভিযোগ