লর্ডসে চালকের আসনে ভারত

লর্ডসে চালকের আসনে ভারত

লর্ডসে চালকের আসনে ভারত

মূলত রোহিত শর্মার ৮৩ রান এবং রাহুলের ১২৭ রানের ওপর ভর করে চালকের আসনে রয়েছে ভারত।

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তার ধারণা ছিলো বৃষ্টি হওয়ায় ভারতের জন্য ব্যাটিং করা কঠিন হবে, কিন্তু লোকেশ রাহুল ও রোহিত শর্মার পরিমার্জিত ব্যাটিংয়ের জো রুটের সেই চিন্তা সম্পূর্ণ উল্টো দেখা গেলো। মূলত রোহিত শর্মার ৮৩ রান এবং রাহুলের ১২৭ রানের ওপর ভর করে চালকের আসনে রয়েছে ভারত। 

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭৬ রান। ১২৭ রানে অপরাজিত আছেন রাহুল। ১২ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। রাহুলের সঙ্গে উইকেটে আছেন অজিঙ্কা রাহানে।

এদিকে শেষ বেলায় বিরাট কোহলির উইকেট স্বস্তি হয়ে এসেছে ইংল্যান্ড দলে। ৪২ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৯০ ওভারে ২৭৬/৩ (রোহিত ৮৩, রাহুল ১২৭*, পুজারা ৯, কোহলি ৪২, রাহানে ১*; অ্যান্ডারসন ২০-৪-৫২-২, রবিনসন ২৩-৭-৪৭-১)।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/170314/লর্ডসে-চালকের-আসনে-ভারত