বরিশাল শের ই বাংলা মেডিকেলে ১৬ জনের মৃত্যু
বরিশাল শের ই বাংলা মেডিকেলে ১৬ জনের মৃত্যু
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বাংলাদেশ
বরিশাল প্রতিনিধিবরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৬ জনের করোনা শনাক্ত হয়।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দুজন করোনা পজিটিভসহ ১৬ জনের মৃত্যু হয়।
এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন। যাদের মধ্যে ৩১ জন করোনা পজিটিভ। একই সময়ে ৩৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৫৮১ রোগী। এদের মধ্যে দুই হাজার ৩৮ জনের করোনা পজিটিভ ছিল। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১২০ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৬১৫ জন। এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৩৬ জন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169530/বরিশাল-শের-ই-বাংলা-মেডিকেলে-১৬-জনের-মৃত্যু