ঘড়ি দিয়ে কোটি টাকা লুট!

ঘড়ি দিয়ে কোটি টাকা লুট!

ঘড়ি দিয়ে কোটি টাকা লুট!

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

ঘড়ি সাধারণত মানুষের উপকার করে। আর ঘড়িটি যদি হয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ওয়াচ তাহলে ত কথায় নেই। কিন্তু এবার বিপদমুক্ত করার বদলে সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডিভাইস।

অ্যাপল ওয়াচ ব্যবহার করে একজন নাগরিকের ৫০০০০০ ডলার লুট করার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে জনসমক্ষে আসলে এটি নিয়ে শোরগোল শুরু হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটে। তবে সেই সময় বিস্তারিত বিবরণ মানুষ জানতে পারেনি।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করে টাকা লুটপাটের এমন কাণ্ড আগে কখনই ঘটতে দেখা যায়নি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকার কানেক্টিকাট প্রদেশে সংঘটিত উপরোক্ত অর্থ ডাকাতির ঘটনায় মোট সাতজন দুষ্কৃতের যোগ ছিল। দীর্ঘক্ষণ ধরে ভুক্তভোগী ব্যক্তিকে অনুসরণের পর দুষ্কৃতরা তার টাকা লুট করে। দুষ্কৃত দল ভুক্তভোগীর গাড়ির বাম্পারের নিচে একটি অ্যাপল ওয়াচ লুকিয়ে রাখে। এর মাধ্যমে তারা আক্রান্তের ঠিকানা ও অবস্থান সংক্রান্ত তথ্য জেনে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171435/ঘড়ি-দিয়ে-কোটি-টাকা-লুট