শুরুর বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে পাকিস্তান
শুরুর বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে পাকিস্তান
খেলাধুলা
স্পোর্টস ডেস্কওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তবে সেই ধাক্কা সামলে দিন শেষে ভালো অবস্থানে সফরকারীরা। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১২ রান।
টস হেরে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে মাত্র ২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান! এরপর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ ফাওয়াদ আলম। তাদের ১৫৮ রানের জুটিটি থেমে যায় দীর্ঘক্ষণ ধরে খেলতে খেলতে ফাওয়াদ আলম ক্র্যাম্প করে বসলে। দলীয় ১৬০ রানের মাথায় আহত অবসর হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।
অভিজ্ঞ সঙ্গীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবর। ইনিংসের ৬১তম ওভারে দলীয় ১৬৮ রানের মাথায় রোচের বলে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে থাকা জেসন হোল্ডারের হাতে। ফলে সমাপ্তি ঘটে ১৭৪ বলে ১৩ চারের মারে খেলা ৭৫ রানের সম্ভাবনাময় ইনিংসের।
দিনের শেষভাগে আর বিপদ ঘটতে দেননি মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। শেষের এক ঘণ্টায় অবিচ্ছিন্ন জুটিতে ৫৩ রান যোগ করেন এ দুজন। রিজওয়ান ২২ ও ফাহিম ২৩ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/171220/শুরুর-বিপর্যয়-কাটিয়ে-ভালো-অবস্থানে-পাকিস্তান