কুষ্টিয়া হাসপাতালে আরও ৩ মৃত্যু

কুষ্টিয়া হাসপাতালে আরও ৩ মৃত্যু

কুষ্টিয়া হাসপাতালে আরও ৩ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় দুইজন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় দুইজন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ৬২ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩০ জন উপসর্গ নিয়ে মোট ৯২ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪% শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫ শত ৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৪ শত ৭৩ জন রোগী। এখন পর্যন্ত জেলায় ৭২১ জন রোগী মারা গেছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172062/কুষ্টিয়া-হাসপাতালে-আরও-৩-মৃত্যু