চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা হওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রাতেই বিমানের দুইটি ফ্লাইটে আরও ২০ লাখ টিকা ঢাকা পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় প্রথম ফ্লাইটে ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ১ টায় ১০ লাখ টিকা পৌছাবে। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩ টায় ঢাকায় আসবে।

এর আগে, চীন থেকে কেনা ২০ লাখ টিকা প্রথম দফায় ৩ জুলাই ঢাকা আসে। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।  দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

বাংলাদেশ জার্নাল- ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168746/চীন-থেকে-সিনোফার্মের-১০-লাখ-টিকা-ঢাকায়-পৌঁছাল