ঢাকায় পৌঁছাল মর্ডানার ৩০ লাখ টিকা

ঢাকায় পৌঁছাল মর্ডানার ৩০ লাখ টিকা

ঢাকায় পৌঁছাল মর্ডানার ৩০ লাখ টিকা

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের ৩০ লাখ ডোজ মডার্না টিকা ঢাকায় পৌঁছেছে।  

সোমবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারলাইন্সের কিউআর-৮৬৩৪) ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  ও স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ১৮টি ফ্রিজার ভ্যানে করে এই ৩০ লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১৫টি ফ্রিজার ভ্যান যায় ধামরাই সংরক্ষণাগারে এবং বাকি তিনটি রওনা হয় তেজগাঁওয়ের ইপিআই সংরক্ষণাগারে।

এর আগে চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল- ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167749/ঢাকায়-পৌঁছাল-মর্ডানার-৩০-লাখ-টিকা