মধুখালীতে যুবলীগের খাদ্য সামগ্রি বিতরণ
মধুখালীতে যুবলীগের খাদ্য সামগ্রি বিতরণ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকফরিদপুর জেলার মধুখালী উপজেলায় যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলা যুবলীগের সদস্য জুয়েল খান এই কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশনা এবং ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর তত্ত্বাবধানে মধুখালীতে এই কর্মসূচি শুরু হয়।
মেগচামী মৃধা বাজার থেকে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি আইনুদ্দিন কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস ও মধুখালী বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, সরকারি আইনুদ্দিন কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস এস এম শাহারিয়া রুমি রনি, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা রিয়াদ মিয়াসহ আরো অনেকে।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168540/মধুখালীতে-যুবলীগের-খাদ্য-সামগ্রি-বিতরণ