সিএমএইচে ভর্তি হলেন মুহিত

সিএমএইচে ভর্তি হলেন মুহিত

সিএমএইচে ভর্তি হলেন মুহিত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে তাকা ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় বলে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওনার শারীরিক অবস্থা ভালো আছে। কিছুটা শারীরিক দুর্বলতায় ভুগছেন। তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

বড় ভাই মুহিতের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গত রোববার ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর করোন শনাক্ত হয়। তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনা পজিটিভ হয়েছেন। নিজ বাসভবনে থেকেই আবুল মাল আবদুল মুহিত চিকিৎসা নিচ্ছিলেন।

বাংলাদেশ জার্নাল- বিএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168754/সিএমএইচে-ভর্তি-হলেন-মুহিত