টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফের হ্নীলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুস শুক্কুর (১৬), মোহাম্মদ জুবায়ের (১২), আব্দুল লতিফ (১০), কহিনুর আক্তার (১৪) ও জয়নাব আক্তার (৮)। তারা সবাই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী ভিলেজার পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে-মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পাহাড় ধসে সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে গত দুই দিনে কক্সবাজার জেলায় পাহাড় ধসে ১২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার পাহাড় ধসে কক্সবাজারে উখিয়ায় ৫ রোহিঙ্গা, টেকনাফে এক ব্যক্তি ও মহেশখালীতে এক কিশোরীর মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168533/টেকনাফে-পাহাড়-ধসে-একই-পরিবারের-৫-জন-নিহত