জেমস বন্ডের চরিত্রে সানি লিওন!
জেমস বন্ডের চরিত্রে সানি লিওন!
'০০৭' বলতেই যে সুর মাথায় আসে, ঠিক তেমনটাই কানে আসছে। ধূসর পোশাক পরে রয়েছেন তিনি। জেমস বন্ডের চরিত্রে প্রবেশ করেছেন
বিনোদন
বিনোদন ডেস্ক'০০৭' শুনলে বা দেখলেই কল্পনায় একটি চরিত্র ভেসে আসে। যে চরিত্রের হাতের সামনে বন্দুক সামনে তাক করা। ব্রিটিশ গুপ্তচর। হলিউড অভিনেতা জেমস বন্ড। কিন্তু কোনো চলচ্চিত্র শিল্পী যদি ঠিক তেমন কাজ করেন, ব্যাপারটা কেমন হবে!
অ্যাকশন ছবি 'অনামিকা'র শুটিং সেটে বন্দুক হাতে পেয়েই এমন কাণ্ড দেখিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
'০০৭' বলতেই যে সুর মাথায় আসে, ঠিক তেমনটাই কানে আসছে। ধূসর পোশাক পরে রয়েছেন তিনি। জেমস বন্ডের চরিত্রে প্রবেশ করেছেন যেন সানি লিওন! সেটে এমন একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
ভিডিওতে দেখা যায়, নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করছেন। তাই নিজের গলায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সেই বিখ্যাত সুর তুললেন। ক্যামেরার দিকে বন্দুক তাক করে এগিয়ে এলেন আরও খানিকটা।
সানি সেই ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, 'এমন করেই কাটালাম দিনটা।'
বিক্রম ভট্টের আগামী ওয়েব সিরিজ 'অনামিকা'-তে অভিনয় করছেন সানি। কোভিডের দ্বিতীয় ঢেউর আগেই বেশ খানিকটা শ্যুট করা হয়েছিল। ভারতে লকডাউন ওঠার পর ফের কাজে নেমেছেন তারা। সেটের বিভিন্ন ভিডিও দেখতে পাওয়া যাবে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
'অনামিকা' ছাড়াও সানির হাতে আরও কয়েকটি কাজ রয়েছে পর পর। 'শেরো' এবং 'ব্যাটেল অব ভীমা কোরেগাঁও'তেও দেখা যাবে তাকে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/167534/জেমস-বন্ডের-চরিত্রে-সানি-লিওন