কুষ্টিয়ায় করোনায় আরো ৪ জনের মৃত্যু
বুধবার, ২৮ জুলাই, ২০২১
কুষ্টিয়ায় করোনায় আরো ৪ জনের মৃত্যু
বাংলাদেশ
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৪৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৪ জন উপসর্গ নিয়ে মোট ১৯৩ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.৩২% শতাংশ। জেলায় এটাই সর্বোচ্চ শনাক্তের হার। এ পর্যন্ত জেলায় ৫৩০ জনের মৃত্যু হলো।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168531/কুষ্টিয়ায়-করোনায়-আরো-৪-জনের-মৃত্যু