আবুধাবিতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আবুধাবিতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আবুধাবিতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিখোঁজের একদিন পর মোহাম্মদ জিয়া উদ্দীন জিকুর (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

প্রবাস

প্রবাস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিখোঁজের একদিন পর মোহাম্মদ জিয়া উদ্দীন জিকুর (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার উদ্ধারকৃত ওই মৃতদেহটি শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি  থানার ধর্মপুর গ্রামের অলি মোহাম্মদ  বাড়ির  মৃত মোহাম্মদ শুক্কুর এর একমাত্র ছেলে।

নিহত জিয়ার প্রতিবেশী নুরুল আবছার বলেন, সোমবার রাত থেকে জিকু তার আবুধাবির ইলেক্ট্রা স্ট্রিটের বাসা থেকে নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার স্থানীয় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আবুধাবির কেন্দ্রীয় শবাগারে রেখেছে।

আবুধাবির শবাগার সূত্র জানিয়েছে, তাদের রেকর্ডে মৃত্যুটি একটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/167403/আবুধাবিতে-বাংলাদেশি-যুবকের-মরদেহ-উদ্ধার