চট্টগ্রামে করোনায় একদিনে ১৭ মৃত্যু ও শনাক্ত ৯১৫

চট্টগ্রামে করোনায় একদিনে ১৭ মৃত্যু ও শনাক্ত ৯১৫

চট্টগ্রামে করোনায় একদিনে ১৭ মৃত্যু ও শনাক্ত ৯১৫

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১৫ জনের...

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১৫ জনের।

এ নিয়ে জেলায় মৃত্যু ৯৩২ জনে এবং শনাক্ত বেড়ে ৭৮ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৯১৫ জনের শরীরে করোনা ধরা পড়ে। এর মধ্যে ৬৪১ জন নগরের ও ২৭৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর মারা ব্যক্তিদের মধ্যে ১০ জনই উপজেলার বাসিন্দা ও বাকি ৭ জন নগরের বাসিন্দা।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168522/চট্টগ্রামে-করোনায়-একদিনে-১৭-মৃত্যু-ও-শনাক্ত-৯১৫