ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ
রোববার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
বাংলাদেশ
জেলা প্রতিনিধিহরতাল সমর্থনে হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের পর এবার যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার এক বাসিন্দা জানান, রাত ১১টার দিকে তার স্ত্রী খাবার গরম করার জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে দেখেন গ্যাস নেই। ফলে খাবার গরম করতে পারেননি। গ্যাস না থাকায় অনেক সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্রাহকদের মাঝে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। এ কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রবিউল হক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। কখন গ্যাস সরবরাহ শুরু হবে, সে বিষয়ে এখনো বলা যাচ্ছে না।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154692/ব্রাহ্মণবাড়িয়ায়-গ্যাস-সরবরাহ-বন্ধ