বিশ্বব্যাপী একদিনে মৃত্যু ১০ হাজার
বিশ্বব্যাপী একদিনে মৃত্যু ১০ হাজার
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৩৮ জন।
আন্তর্জাতিক ডেস্কমহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী জোরকদমে চলছে টিকাদান কার্যক্রম। তবুও এর প্রকোপ এখনো থামছে না। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে ২৭ লাখ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৩৮ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ২৭ লাখ ১৩ হাজার ৫৮০ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৫৮০ জন।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ৫ লাখ ৫৪ হাজার ১০৪ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন। মারা গেছেন ২ লাখ ৯০ হাজার ৫২৫ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫৯৪ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/153610/বিশ্বব্যাপী-একদিনে-মৃত্যু-১০-হাজার