অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় কারাগারে

অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় কারাগারে

অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় কারাগারে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে কারাগারে...

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

একইদিন বাংলাদেশে অনুপ্রবেশ করা এই দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করে বিজিবি। এর আগে শনিবার বিকেলে বিদ্যাবিল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন- ভারতের খোয়াই জেলার চম্পা হাওর থানার ইস্ট কারিঙ্গি ছড়ার রাজিব দেব বর্মা ও গুরুপদ্ম দেব বর্মা।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে বিদ্যাবিল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার ৭৮পি/১২ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবি। পরে সংশ্লিষ্ট থানায় তাদের নামে মামলা করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/151445/অনুপ্রবেশের-দায়ে-দুই-ভারতীয়-কারাগারে