সখীপুরে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নুরুল আমিনকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দীর্ঘ নয় বছর পর বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
সভাপতি পদে বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও কামরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও এড. আনোয়ার হোসেনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। এদের মধ্যে নুরুল আমিন ও আমিনুল ইসলাম গত কমিটিতে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিল। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন গত কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিল।
The post সখীপুরে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত appeared first on টি নিউজ বিডি.
from টি নিউজ বিডি https://ift.tt/3d8SRZg