এইচএসসি পরীক্ষা কবে জানা যাবে আজ
এইচএসসি পরীক্ষা কবে জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদকমহামারী করোনার প্রভাবে আটকে থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্ত জানাতে আজ দুপুর একটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
গত সোমবার বা মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তা জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। রুটিন ও আনুষঙ্গিক পরিকল্পনা তৈরির কাজ শেষ না হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ মঙ্গলবার ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।
এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত কবে, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। তবে বিষয় না কমানো হলেও কমতে পারে পরীক্ষার নম্বর। পরীক্ষার জন্য পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশনা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজনে প্রশ্নপত্র ও উত্তরপত্র মুদ্রণসহ সব প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন।
এইচএসসি পরীক্ষায় কমবে পূর্ণ নম্বর!
এদিকে শিক্ষা বোর্ডগুলোও প্রস্তুত। ১৫ দিন সময় পেলেই পরীক্ষার আয়োজন শুরু করতে পারবে। তবে পরিকল্পনা যাই হোক না কেন এইচএসসি পরীক্ষার ভাগ্য নির্ধারণ হতে পারে আজ।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা
এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/134702/এইচএসসি-পরীক্ষা-কবে-জানা-যাবে-আজ