ফিরতি টিকিট পাচ্ছেন ৪০০ সৌদি প্রবাসী
ফিরতি টিকিট পাচ্ছেন ৪০০ সৌদি প্রবাসী
নিজস্ব প্রতিবেদককরোনার কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের মধ্যে আজ বৃহস্পতিবার ৪০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।
এয়ারলাইনস কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইনস কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকে টোকেনের আশায় এসেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।
গতকাল বুধবারও রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে; কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
অন্যদিকে কারও কারও ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তায় ছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকে টিকিট দেয়া শুরু হওয়ায় তাদের সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।
আরও পড়ুন
ভিসার মেয়াদ শেষ, হতাশায় প্রবাসীরা
সৌদির টিকিট পেতে আজও উপচেপড়া ভিড়
সৌদি প্রবাসীরা যেভাবে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন
সৌদি যেতে লাগবে নিয়োগকর্তার ছাড়পত্র
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/133995/ফিরতি-টিকিট-পাচ্ছেন-৪০০-সৌদি-প্রবাসী