দ্বিতীয় দিনের মত শাহবাগে আন্দোলনকারীরা

দ্বিতীয় দিনের মত শাহবাগে আন্দোলনকারীরা

দ্বিতীয় দিনের মত শাহবাগে আন্দোলনকারীরা

জার্নাল ডেস্ক

রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মত ধীরে ধীরে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টা থেকে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তাদের গণজমায়েত হওয়ার কথা ছিলো, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে ধর্ষণবিরোধী গণজমায়েত। 

তবে এরইমধ্যে অনেকেই এসেছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায়। গণমাধ্যমকে তিনি বলেন, বৃষ্টির কারণে আমাদের কর্মীদের পৌঁছাতে একটু দেরি হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জমায়েত শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করব।

এরপর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করবেন আন্দোলনকারীরা। 

বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগে মোড়ে অবস্থান নিতে শুরু করে ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘পৃথিবীর সব জায়গায় ধর্ষণ হয়’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। এর পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

আরও পড়ুন: ধর্ষক-নিপীড়কদের শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ

আরো পড়ুন: শাহবাগ মোড় অবরোধ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/134605/দ্বিতীয়-দিনের-মত-শাহবাগে-আন্দোলনকারীরা