সেই ৪ শিশুকে বাড়িতে পৌঁছে দিলো প্রশাসন
সেই ৪ শিশুকে বাড়িতে পৌঁছে দিলো প্রশাসন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশু আসামিকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।
যশোর প্রতিনিধিবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশু আসামিকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।
হাইকোর্টের আদেশের পর শুক্রবার সকালে মাইক্রবাসে করে তাদের বাকেরগঞ্জ রুনশী গ্রামে পৌঁছে দেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শিশুদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
ওই ৪ শিশুকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেন। এরপর রাত ৯টার দিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে রাতের মধ্যেই তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।
যশোরের জেলা প্রশাসককে (ডিসি) শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। একইসঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট।
আগামী রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই চার শিশুকে তাদের অভিভাবকসহ একই তারিখে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। ধর্ষণে অভিযুক্ত শিশুদের বয়স ১০ থেকে ১১ বছর।
আরও পড়ুন- সেই ৪ শিশুকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/134962/সেই-৪-শিশুকে-বাড়িতে-পৌঁছে-দিলো-প্রশাসন