হারলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবেন না ট্রাম্প

হারলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবেন না ট্রাম্প

হারলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবেন না ট্রাম্প

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকায় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা; এ ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পরাজিত হলে আগে দেখতে হবে আসলে কী ঘটেছে। ডাকযোগে ভোটের ব্যাপারে আবারও সন্দেহের কথা জানিয়ে এই মন্তব্য করেছেন তিনি। খবর সিএনএনের। 

২০১৬ সালের নির্বাচনের আগেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে ট্রাম্পের উত্তর ছিল, ফল দেখেই তিনি বলতে পারবেন ক্ষমতা ছাড়বেন কিনা। বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারেন? জবাবে ট্রাম্প বলেন, তার বিশ্বাস মহামারির সময় ডাকযোগে বর্ধিত ভোট না হলে ক্ষমতা হস্তান্তরেরই কোনও দরকারই হতো না। তবে এবারের নির্বাচনে এ নিয়ে সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না৷ কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়৷ এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে৷

এ বছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে৷ ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ডাকযোগে বা মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। এমনকি ভোট-জালিয়াতি হতে পারে বলে ডেমোক্র্যাটদের দিকে আঙুলও তুলেছেন তিনি।

আরো পড়ুন: ভ্যাকসিন ও মাস্ক নিয়ে বিতর্কে ট্রাম্প

বাংলাদেশ জার্নাল/ নকি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/133187/হারলেও-শান্তিপূর্ণ-ক্ষমতা-হস্তান্তর-করবেন-না-ট্রাম্প