স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটক

স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটক

স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটক

অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি দেশটির পুলিশের কাছে আটক হয়েছেন।

প্রবাস

জার্নাল ডেস্ক

অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি দেশটির পুলিশের  কাছে আটক হয়েছেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা টোটাল স্লোভেনিয়া নিউজ (টিএসএন) সোমবার এই খবর দিয়েছে। এতে জানানো হয়, দেশটির দক্ষিণ পশ্চিমের ইলিরস্কা বিস্ত্রিকা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মোট ১৪৪ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটককৃতদের অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি। তবে কতজন বাংলাদেশি তা নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ওরমজ এলাকায় একটি ভ্যান পুলিশ আটকায়, তাতে ২২ জন অভিবাসী ছিলেন। তার অর্ধেকের বেশি বাংলাদেশি। ওই ভ্যান থেকে মলদোভিয়ার ও ইউক্রেইনের দুই মানব পাচারকারীকেও গ্রেপ্তার করেছে স্লোভেনিয়া পুলিশ। 

চলতি সপ্তাহের অভিযানে আটক ব্যক্তিরা ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ায় ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের ক্রোয়েশিয়ায় ফেরত পাঠানোর পরিকল্পনা করছে স্লোভেনিয়া সরকার।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/133859/স্লোভেনিয়ায়-বেশ-কয়েকজন-বাংলাদেশি-আটক