ওমরাহ পালনে কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি
ওমরাহ পালনে কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি
করোনার কারণে দীর্ঘ ৬ মাস পর ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি সরকার।
আন্তর্জাতিক ডেস্ককরোনার কারণে দীর্ঘ ৬ মাস পর ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি সরকার। আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৪ঠা অক্টোবর থেকে মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন।
দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায় এ বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তারা ওমরাহ পালন করতে পারবেন।
তবে প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন।
তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
আরো পড়ুন
ওমরা যাত্রীদের অর্থ ফেরত দেবে সৌদি
মধ্যপ্রাচ্যের নাগরিকদের মক্কা ও মদিনা ভ্রমণ সম্পূর্ণ বন্ধ
বাংলাদেশে জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/133070/ওমরাহ-পালনে-কাবা-ঘর-খুলে-দিচ্ছে-সৌদি