৫৪,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদির চাপ
৫৪,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদির চাপ
সৌদি আরব সে দেশে অবস্থানরত কমপক্ষে ৫৪,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দিতে যে চাপ দিচ্ছে। সৌদি কর্মকর্তারা মনে করেন, বিষয়টির সঙ্গে সৌদি প্রবাসী ২২ লাখ বাংলাদেশির ভাগ্যও জড়িয়ে যেতে পারে৷ তবে সৌদির এমন চাপের পরেও এখই পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ। খবর বিবিসির।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন,‘সৌদি আরব তো জানে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক৷ তাই স্বাভাকিভাবেই তাদের মিয়ানমারকে বলা উচিত৷ আমরা সৌদি আরবকে বলেছি. তোমরা আগে মিয়ানমারকে বলো৷’ খবর ডয়েচে ভেলের।
তিনি আরও বলেছেন, "আমরা বলেছি যে, ওদের যদি আগে কখনও বাংলাদেশের পাসপোর্ট থাকে কিংবা যদি কোন প্রমাণ দেখাতে পারে, তাহলে আমরা অবশ্যই তাদের পাসপোর্ট ইস্যু করবো। অন্যথায় আমরা কিভাবে করি? তখন তারা বলেছে, পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে আমরা তাদের তোমাদের দেশে বিতাড়িত করবো। তারা বলেছে, যেহেতু স্টেটলেস লোক সৌদি আরবে রাখা হয় না, সেজন্য পাসপোর্ট দিতে বলছি।"
পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেছেন, "সৌদি আরব বলেছে যে তাদের দেশে স্টেটলেস লোক তারা রাখে না। তাদের দেশে থাকা ৫৪,০০০ রোহিঙ্গার কোন পাসপোর্ট নাই। তারা বলেছে, তোমাদের বাংলাদেশ থেকেতো রোহিঙ্গা অনেকে এখানে এসেছে, সুতরাং তোমরা যদি এদের পাসপোর্ট ইস্যু করো।"
যাদের বাংলাদেশের কোন ডকুমেন্ট নাই, তাদের আমরা পাসপোর্ট দেবো কেন? আমরা তাদের বলেছি, তোমরা মিয়ানমারের সাথে এটা নিয়ে কথা বলো। তো, এনিয়ে আলোচনা চলছে।’
তবে বিশ্লেষকদের অনেকে বলেছেন, ২২ লাখ শ্রমিকের বিষয় যখন আসবে, তখন সৌদি চাপের মুখে বাংলাদেশ অবস্থানে অনড় থাকতে পারবে কিনা - সেই সন্দেহ তাদের রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ নকি
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/133307/৫৪০০০-রোহিঙ্গাকে-পাসপোর্ট-দিতে-সৌদির-চাপ