যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল, আদেশ জারি
যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল, আদেশ জারি
সোমবার অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশে জারি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: own-reporterমিথ্যা তথ্য দিয়ে এমপিও ভোগ করার অভিযোগে ১২ জন শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
সোমবার অধিদপ্তর থেকে এ ১২ শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করে আদেশে জারি করা হয়েছে।
এমপিও বাতিল হওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছেন- অধ্যক্ষ মো. আবেদ আলী, প্রভাষক মো. সাজেদুর রহমান, মো. জাহিদ ইকবাল, ধনপতি রায়, মো. নূরে আলম সিদ্দিকী, মোসলেম উদ্দিন, আবদুল করিম, প্রদর্শক মো. মসিউর রহমান, কর্মচারী ফিরোজা আক্তার, মো. আজিজুল ইসলাম, জেসমিন আক্তার এবং মো. ডালিমুজ্জামান।
জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে ১৪ বছর ৮ মাস এমপিও ভোগ করছিলেন নীলফামারী জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠানটিতে ২য় শিফটে ক্লাস পরিচালনার অনুমতি নিলেও বাস্তবে এ শিফটে কোন ক্লাস পরিচালনা করা হয়নি কিন্তু ১৪ বছর ৮ মাস ২য় শিফটের এমপিও তুলেছেন। বিষয়টি তদন্তে ধরা পড়েছে। তাই গত ১৯ আগস্ট কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ ১২ শিক্ষক কর্মচারীর এমপিও বাতিলের নির্দেশ দেয়া হয়েছিল। সে প্রেক্ষিতে তাদের এমপিও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/132983/যে-শিক্ষক-কর্মচারীদের-এমপিও-বাতিল-আদেশ-জারি