আন্তর্জাতিক ফুটবল থেকে রাকিটিচের বিদায়
আন্তর্জাতিক ফুটবল থেকে রাকিটিচের বিদায়
স্পোর্টস ডেস্কআন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ২০১৮ বিশ্ব কাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচ। এই খবর নিশ্চিত করে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচেএনএচ)।
২০১৮ সালের বিশ্বকাপ খেলা এই তারকা বিদায় জানিয়ে লিখেন, ক্রোয়েশিয়া দলকে বিদায় জানানো আমার ক্যরিয়ারের সবথেকে কঠিন সিদ্ধান্ত। তবে আমার মনে হচ্ছে বিদায় বলার এটাই সময়। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।
২০০৭ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়ে প্রথম ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। জাতীয় দলে অভিষেকের পরে বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে দলের হয়ে খেলেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন তিনি। এছাড়া খেলেছেন উয়েফা ইউরো ২০০৮, ইউরো ২০১২, ২০১৪ ফিফা বিশ্বকাপ, ইউরো ২০১৬ এবং সর্বশেষ ২০১৮ ফিফা বিশ্বকাপ।
রাকিটিচ দোলের হয়ে সর্বমোট ১০৬টি ম্যাচ খেলেছেন এবং সর্বমোট ১৫টি গোল করেছেন।
বাংলাদেশ জার্নাল/ডব্লিউ/টিআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/132986/আন্তর্জাতিক-ফুটবল-থেকে-রাকিটিচের-বিদায়