রংপুরে ৩০০ মিলিমিটার বৃষ্টি, পানির নিচে শহর

রংপুরে ৩০০ মিলিমিটার বৃষ্টি, পানির নিচে শহর

রংপুরে ৩০০ মিলিমিটার বৃষ্টি, পানির নিচে শহর

রংপুরে রেকর্ড ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রংপুর প্রতিনিধি

রংপুরে রেকর্ড ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার ফলে নগরীর বেশিরভাগ এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এবং ৫৬টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া মুষল ধারের বৃষ্টিতে রংপুর বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় অন্তত ৪০ হাজারেও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৮ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া বিদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে।  তবে বৃষ্টি এভাবে চললে নগরীর বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টিতে শ্যামা সুন্দরী খাল তলিয়ে যাওয়ায় বাড়ি ঘরে পানি ঢুকেছে। এলাকাবাসী জানিয়েছে, ৮৮ সালের বন্যার পর এমন অবস্থা তারা দেখেনি।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/133516/রংপুরে-৩০০-মিলিমিটার-বৃষ্টি-পানির-নিচে-শহর