আফগানিস্তানের শান্তি উদ্দ্যোগে বৃহত্তর সহযোগিতার ডাক

আফগানিস্তানের শান্তি উদ্দ্যোগে বৃহত্তর সহযোগিতার ডাক

আর্ন্তজাতিক ডেস্ক :
 
আফগানিস্তানের শান্তি উদ্দ্যোগে বৃহত্তর সহযোগিতার ডাক

আঙ্কারা সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যেকার শান্তি আলোচনা উদ্যোগে বৃহত্তর সহযোগীতার প্রয়োজন রয়েছে I তুরস্কের প্রেসিডেন্ট, রেসেপ তায়েফএরদোয়ানের সঙ্গে যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী, ইমরান খান বলেন, আফগান জনগণ বহু দশক ধরে যন্ত্রনা ভোগ করেছেন, এখন সময় হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়াসে সেই যুদ্ধের অবসান ঘটানো I তিনি জানান পার্শ্ববর্তী দেশগুলিরও এই প্রয়াসে শামিল হতে হবে I

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ৩১শে মার্চের পর এই শান্তি উদ্দ্যোগ তরান্নিত করতে, তিনি পাকিস্তান, আফগানিস্তানকে নিয়ে তিনটি দেশের শান্তি সম্মেলনের আয়োজন করবেন I

সূত্র : ভয়েস অব আমেরিকা।