সখীপুরে পুলিশের গাড়িতে হামলা

সখীপুরে পুলিশের গাড়িতে হামলা

জুয়েল রান, সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সখীপুর থানা পুলিশ টহল দিতে পিকআপ ভ্যান নিয়ে উপজেলা বড়চওনা যাচ্ছিল। পুলিশের গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ককটেল ফাঁটালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, রাস্তায় গাছ পড়ে থাকার কারনে গাড়ির গতি কমালে, দুর্বৃত্তরা এ সময় হামলা করে।  হামলার ঘটনায় পিকআপ ভ্যান ভাংচুরসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করা হয়েছে। মালমার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।  
বুধবার সকালে সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন।