পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে রোজায় অতিষ্ঠ জনজীবন

পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে রোজায় অতিষ্ঠ জনজীবন

টাঙ্গাইলদর্পণ নিউজ ডেস্ক :  রোজায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন


১৭ তম তারাবি নামাজের রাতে (শনিবার) গরমের সাথে পাল্লাদিয়ে সাতকানিয়া উপজেলার অধিকাংশ এলাকায় পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শনিবার (০২ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার বিদ্যুতের আসা যাওয়ার খেলার পর তারাবিতে বিদ্যুৎ না থাকায় ধর্মপ্রাণ মুুল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারাবি, সেহরি, ইফতারের গুরুত্বপূর্ণ এ তিনটি সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও রমজানে তা কোনো ক্রমেই রক্ষা করতে পারলো না চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাতকানিয়া অফিস। রোজা হলেও তীব্র গরমে আবারও স্বরূপে অবস্থান নিয়েছে নাগরিক যন্ত্রণার ‘লোডশেডিং’।

খোঁজ নিয়ে জানা গেছে , সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন দিনে-রাতে সময়ে-অসময়ে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা ৩৫ মিনিট) সাতকানিয়ায় পল্লীবিদ্যুৎ ছিলনা।

কেঁওচিয়া গ্রামের কয়েকজন মুসল্লি জানান , শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ২০ বার বিদ্যুতের লোডশেডিং হয়েছে। এছাড়াও তারাবি নামাজের পুরোটা সময় বিদ্যুূৎ ছিলোনা। ফলে গরমের মধ্যে মুসল্লিদের নামাজ আদায় করতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

গরমে অতিষ্ঠ মুসল্লিরা রমজান মাসের বাকি সময়টুকু সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।