রাশিয়া বিশ্বকাপে দলগুলো কতটাকা পাবে

রাশিয়া বিশ্বকাপে দলগুলো কতটাকা পাবে

স্পোর্টস ডেস্ক :
 

 
ফুটবলে সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ। আর এ বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বিশ্বজুড়ে। আর মাত্র ৯ দিন পরেই পুতিনের দেশে বসবে ৩২ দেশের শিরোপা জয়ের লড়াই। পুরো বিশ্বকে ড্রিবলিং, পাসিংয়ের জাদুতে মাতিয়ে রাখবেন মেসি, নেইমার, রোনালদোরা।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর প্রাইজমানি নিয়ে ফুটবল ভক্তদের কৌতুহলের যেন শেষ নেই। এবারের ফিফা বিশ্বকাপে মোট প্রাইজ মানি ৪০০ মিলিয়ন ডলার। অংশগ্রহণকারী প্রতিটি দলই টুর্নামেন্টে তাদের অবস্থান অনুযায়ী প্রাইজ মানি পাবে।

এর মধ্যে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে পাবে ৩৮ মিলিয়ন ডলার অর্থাৎ তিন কোটি ৮০ লাখ ডলার। আর রানার আপ দল পাবে ২৮ মিলিয়ন ডলার অর্থাৎ দুই কোটি ৮০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৪ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২২ মিলিয়ন ডলার।

যারা কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বিদায় নেবে তারা পাবে ১৬ মিলিয়ন ডলার করে। আর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া দলগুলো পাবে ১২ মিলিয়ন ডলার করে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া প্রতিটি দল পাবে আট মিলিয়ন ডলার করে।