ঢাকায় আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ঢাকায় আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিউজ ডেস্ক : 

ঢাকায় আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা


ঢাকায় অনুষ্ঠেয় বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন) উচ্চপর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আগামী ২৭ মার্চ (মঙ্গলবার) তিনি ঢাকা পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরদিন ২৮ মার্চ অনুষ্ঠিত বিমসটেকের বৈঠকে তিনি অংশ নেবেন।


ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকির অংশ নেয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভুটান, মায়নমার, শ্রীলঙ্কা এবং থ্যাইল্যান্ড অংশ নেবে।

জানা গেছে, এই বৈঠকে রোহিঙ্গা সমস্যার বিষয়টি প্রাধান্য পাবে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। এই এলাকার জন্য একটি অভিন্ন কৌশল তৈরির চেষ্টা হবে বিমসটেক বৈঠকে।