সখীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎযাপন

সখীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎযাপন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎযাপন

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

সখীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় ‘বাঙলা সংসদ’ নামের একটি সংগঠন সখীপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা করে। বাঙলা সংসদের সভাপতি সাংবাদিক শাকিল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ চর্যা গবেষক অধ্যাপক আলীম মাহমুদ।

এছাড়া আলোচনায় অংশ নেন সখীপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোসলিমা খাতুন, সরকারি মুজিব কলেজের সহকারী অধ্যাপক দেলুয়ার হোসেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহা. আবদুল আলীম, সহকারী অধ্যাপক শাহীন মোস্তফা, বাংলা সংসদের সম্পাদক খলিল রুবেল প্রমুখ। আলোচনা শেষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দেশবরেণ্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।