সখীপুর এসআইটিবিএম শিক্ষকদের নেই এমপিও  তবুও শতভাগ পাস

সখীপুর এসআইটিবিএম শিক্ষকদের নেই এমপিও তবুও শতভাগ পাস

সখীপুর এসআইটিবিএম শিক্ষকদের নেই এমপিও  তবুও শতভাগ পাস
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রথম সতন্ত্র কারিগরি প্রতিষ্ঠান সানস্টার ইনষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (এসআইটিবিএম) এবার ঈর্ষনীয় ফলাফল করেছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

কারিগরি বোর্ডের অধীনে এ প্রতিষ্ঠান থেকে তিনটি ট্রেড ( ইলেকটিক্যাল, ড্রেস মেকিং ও কম্পিউটার ) এ ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। জিপিএ ফাইভ ২০ জন সহ সকলেই কৃতকার্য হয়েছে। এ প্রতিষ্ঠানটি ২০০৯ সালে উপজেলার পৌরসভার এক কিলোমিটার বাহিরে সাড়াসিয়া ্গ্রামের জনগনের শ্রমঘামে গড়ে উঠে। যার ঊওওঘ নম্বর ১৩৪৩৮৩। এ প্রতিষ্ঠানে ১৬ জন শিক্ষক ও ৫ জন স্টাফ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যাদের মেধা, প্রজ্ঞা ও মননশীলতায় এ ফলাফল অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটি এখনো এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নূর-ই-আজম ( চুন্নু ) বলেন, আমাদের  মাস শেষে কোন বেতন নেই, উৎসব নেই, আনন্দ নেই । অতি কষ্টে পরিবারের সদস্যদের নিয়ে জীবন-যাপন করতে হচ্ছে। ছেলে-মেয়েদের শখ আল্লাদের আবদার মেটাতে একজন বাবা হিসাবে ব্যর্থ। বুক ভরা স্বপ্ন নিয়ে দিনের পর দিন অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী কবে আমাদের মতো নন এমপিও শিক্ষকদের মুখে হাসি ফুটাবেন।

অধ্যক্ষ নাছির উদ্দীন জানান, শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী, ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় ও দিকনির্দেশনায় এ ফলাফল অর্জিত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি নন এমপিও হওয়ায় শিক্ষকরা সঠিক মূল্যায়ন পাচ্ছেনা। তবুও তাদের শিক্ষার্থীদের প্রতি রয়েছে ভালবাসা, নেই কর্মের গাফিলতি। আমরা জাতি গঠনে কাজ করছি। সামনের দিনগুলোতেও ফলাফলের এ ধারাবাহিকতা রক্ষা করে আরো ভালো ফলাফল করার চেষ্টা করবো।

 প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী মোসলেম উদ্দীন বলেন, শিক্ষকরা জাতি গঠনে নিবেদিত প্রান। শিক্ষকদের কষ্টে রেখে কখনোই ডিজিটাল বাংলাদেশ কল্পনা করা যায়না। উর্ধ্বতন কর্তৃপক্ষ নন এমপিও শিক্ষকদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অতিদ্রুত তাদের মুখে হাসি ফুটাবেন।