রাজশাহীতে চুলার আগুনে পুড়েছে ৩ বসতবাড়ি

রাজশাহীতে চুলার আগুনে পুড়েছে ৩ বসতবাড়ি

রাজশাহীতে চুলার আগুনে পুড়েছে ৩ বসতবাড়ি
স্টাফ রিপোর্টার : 

রাজশাহী নগরীতে চুলার আগুনে পুড়ে গেছে তিনটি বসতবাড়ি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর হযরত শাহমুখদম (র:) দরগার এলাকার কসাইপাড়ায় এ ঘটনা ঘটে।

দমকল কর্মীরা গিয়ে নেভানোর আগেই পুড়ে ছায় হয়ে যায় বাড়িগুলো। রান্নার চুলা থেকে এ আগুনের সুত্রপাত বলেও জানায় গৃহকর্তারা।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা কোরবান আলী জানান, তার বাড়ি ভাড়া নিয়ে হামিম নামের একজন স্বপরিবারে বসবাস করছিলেন। তার ঘর থেকেই আগুন চারদিকে ছড়ায়। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই আশেপাশের আরো দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে এর ১০ মিনিটের মাথায় দমকল কর্মীরা পৌঁছায়। এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোরবান আলীর বাসার তিনটি কক্ষ, তোফায়েল আহমেদ ও মাখন আলীর বাসার একটি করে কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে নয় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে উদ্ধার হয়েছে আরো ১৫ লাখ টাকার মালামাল।