মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ

বিশেষ প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের মেঘনা ও ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার ভোর ৫টার দিকে দুটি নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি রিয়াদ-২ এ অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারুক মহেদুর জামান উপস্থিতিতে বিভিন্ন মাদরাসায় এসব জাটকা বিতরণ করা হয়।