ঘাটাইলে কৃমি নাশক ঔষধ খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ

ঘাটাইলে কৃমি নাশক ঔষধ খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ

ঘাটাইলে কৃমি নাশক ঔষধ খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ
ঘাটাইল প্রতিনিধি : 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, কৃমি নাশক এ ট্যাবলেট থাওয়ানোর পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে তারাও অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ভ্যান, নসিমন ও গাড়িতে করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর অসুস্থরা হলো- ৬ষ্ঠ শ্রেনীর কুলসুম, সুমি, কলি, মাফিয়া, মীম, আরজিনা, যুথি, মাহমুদা, আলিফা, সপ্তম শ্রেনীর তৃষা, শাহিনা, বীনা, মিতু, নবম শ্রেনীর তন্নী, সীমা, মিনারা।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান শামীম খান  তাদেরকে দেখতে হাসপাতালে যান।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নারায়ন চন্দ্র সাহা জানান, খালি পেটে কৃমির ওষুধ খেলে কিছুটা খারাপ লাগতে পারে। এতে আতংকিত হওয়ার হবার কিছু নেই। বর্তমানে ৪০ জন রোগি ভর্তি রয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।