নাগরপুরে ফুটপাতের দাবিতে মানববন্ধন

নাগরপুরে ফুটপাতের দাবিতে মানববন্ধন

নাগরপুরে ফুটপাতের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের নাগরপুরে ফুটপাতের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। “নিরাপদে হাটতে চাই, ফুটপাতের বিকল্প নাই”এই শোগানকে সামনে রেখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতায় নাগরপুর’ এর উদ্যোগে ৫ মার্চ রোববার সকালে উপজেলা চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নাগরপুর উপজেলা শহর আয়তনে ছোট হলেও ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি কলেজ, ৪টি প্রাথমিক বিদ্যালয় ৪ টি মাদরাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান থাকায় শহরে লোকজনের চাপ বেড়েছে। কিন্তু সে অনুপাতে বাড়েনি পায়ে হাটা রাস্তা।

টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহা সড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় দূর্ঘটনার ঝুকি রয়েছে। এসব ঝুকির কথা চিন্তা করে রাস্তায় নিরাপদে হাটার জন্য শহরের অভ্যন্তরে পর্যাপ্ত ফুটপাত নির্মানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি পেশ করেন।