জামালপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামীলীগের বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠিক ব্যাবস্থা নেওয়ার দাবি

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামীলীগের বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠিক ব্যাবস্থা নেওয়ার দাবি

বিশেষ প্রতিনিধি : আসন্ন জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সহ বিদ্রোহী নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক  ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বকশিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রজম্ন লীগের সহ-সভাপতি মোঃ আবু জাফর।

এবিষয়ে তিনি জানান, ‘ জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নিবেদিত প্রাণ এডভোকেট জাহিদ আনোয়ারকে মনোনয়ন দেন। কিন্তু জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সহ বেশ কিছু অঙ্গ সংগঠনের কতিপয় বিপদগামী নেতা-কর্মী দলীয় প্রধানের এই সিদ্ধান্তকে নাখচ করে পুরো জামালপুর তথা জামালপুরের বিভিন্ন উপজেলায় মিথ্যা গুজব ছড়ানো মাধ্যমে এক অরাজকতা সৃষ্টি করে চলছে। এর ফলে তারা সরাসরি দলীয় সভানেত্রীর সাথে বিরধিতার মাধ্যমে দলীয় ভাবমুর্তি নষ্ট করছে।’

তিনি আরও জানান ‘সম্প্রতি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহম্মেদ চৌধুরী জামালপুর-১ আসনের চারবার নির্বাচিত এমপি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে রাজাকারের সন্তান আখ্যায়িত করে তার সুদীর্ঘ রাৈিজন্তক ক্যরিয়ারকে কুলশীত করার মধ্যদিয়ে বকশীগঞ্জ আওয়ামীলীগের দলীয় শৃঙ্খলা নষ্ট করছে এবং দলকে কুলশীত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, ফারুক আহম্মেদ চৌধুরী তার ব্যাক্তিগত স্বার্থ হাছিলের জন্য বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এসব বিভ্রান্তকর বক্তব্যের মাধ্যমে জামালপুর-১ আসনের সুযোগ্য সংসদ সদস্যের সাথে জনগণের একধরণে দূরত্ব সৃষ্টি করছে। আর এসব কর্মকান্ড সম্পুর্ণ দলীয় সংবিধান পরিপন্থী, এজন্য আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে তার বিরুদ্ধে ও তার সহযোগী সকল বিপদগামী নেতা-কর্মীদের বিরুদ্ধে অতি শীঘ্রই সাংগঠনিক ব্যাবস্থা গঠনের জোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, জামালপুর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে গত ২৬ নভেম্বর শনিবার তার নির্দেশে বকশীগঞ্জ সরকারি কেইউ কলেজে এইচএসসি নির্বাচনী পরিক্ষা বন্ধ করে দিয়েছিল ছাত্রলীগ।